+৮৮০ ১৩০৩৪৪১৯৪৪ (কল করুন)
হোম লাইব্রেরি সম্পর্কে কমিটি আমাদের সেবাসমূহ প্রশিক্ষণ বইয়ের তালিকা ই-বুক ছবি গ্যালারি ভিডিও গ্যালারি লাইভ কোর্স কিশোর-কিশোরীদের কর্নার সুপ্ত লেখকের কর্নার সাধারন জ্ঞান (আইসিটি বিষয়ক) আইসিটি বিষয়ক সাম্প্রতিক তথ্য বিবিধ যোগাযোগ

তথ্য

তারিখঃ১৫/১২/২০২২

১. E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?
* ১৯৭২ সালে।
২. কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কি
* পিক্সেল
৩. রিফ্রেশকে প্রকাশ করা হয় কোন এককে?
* হার্টজ এককে
৪. প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক?
* ডিপিআই (ডটস পার ইঞ্চ)
৫. 'পরম' নামক সুপার কম্পিউটারের আবিষ্কারক কে?
৬. ভারত
৭. বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটারটি কোথায়? বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ল্যাবে।
৮. পামটপ কম্পিউটার কি?
* পায়ের তালুতে রেখে কাজ করা যায় এমন কম্পিউটার.।
৯. প্লটার কি?
* এক ধরনের প্রিন্টার।
১০. লেজার প্রিন্টার কি বলা হয়?
* পেজ প্রিন্টার।

তারিখঃ১/১০/২০২২

১. ১ kb কত
* ১০২৪ বাইট
২. ওয়েব অর্থ কি?
* জাল।
৩ কম্পিউটার ব্যবহার হয় না কোনটিতে?
* স্বপ্ন দেখায়।
৪. অক্ষরে আকার আকৃতি পরিবর্তন করতে হয়?
* ফন্ট ডায়লগ বক্সে
৫. কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় কিভাবে?
* ন্যানো সেকেন্ডে
৬. কম্পিউটারের হিসাব-নিকাশ করার জন্য সবচেয়ে উপযোগী সফটওয়্যার কোনটি?
* এম এস এক্সেল
৭. কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট করতে সক্ষম
? * লেজার প্রিন্টার
৮. BOL কি?
* Bangladesh online limited
৯. নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি?
* ছবি আঁকা
১০. কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন কে?
* ড. স্টিবিজ

তারিখঃ১৫/৯/২০২২

১. Backup প্রোগ্রাম বলতে কি বুঝানো হয়?
* নির্ধারিত ফাইল কপি করে অন্যত্র সরিয়ে রাখা।
২. প্রোগ্রাম থেকে কপি করার ডাটা কোথায় থাকে?
* Clipboard এ
৩. পার্সোনাল কম্পিউটার যুক্ত করে কি তৈরি করা হয়?
*নেটওয়ার্ক
৪. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
* সিলিকন দিয়ে
৫. কোন সাইটটি কেনা বেচার জন্য নয়?
* Google.com
৬. কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করার সহজ নয়?
* Web browser ছাড়া।
৭. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি করা হয়?
* ২০০৬ সালে।
৮. কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
* Android.
৯. কোন Memory টি non volatile?
* ROM
১০. Plotter কোন ধরনের ডিভাইস?
* Output device

তারিখঃ১/৯/২০২২

১. হার্ডডিক্সের মাপার একক কি?
* গিগাবাইট
২. ওয়ান বাইটে বিটের সংখ্যা কত?
* আট
৩. এক কিলোবাইটে বিটের সংখ্যা কত?
* ১০২৪
৪. কম্পিউটারের কাজের গতি কিসের দ্বারা প্রকাশ করা হয়?
* ন্যানো সেকেন্ড।
৫. BIOS এর পুরো নাম কি?
* Basic Input Output System.
৬. LED এর পুরো নাম কি?
* Liquid Crystal Display.
৭. ইমেইল করা হয় এমন দুটি সফটওয়্যার এর নাম কি?
* Gmail, Yahoo.
৮. PDF এর পুরো অর্থ কি?
* Portable Document Format.
৯. বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়?
* ২২ ডিসেম্বর।
১০. Virus এর পুরো নাম কি?
* Virtual Information Resource Under Seize.

তারিখঃ১৫/৮/২২

. কম্পিউটার শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
* গ্রিক
২. বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটারের নাম কি?
* তিয়ানহে-১। চীনের তৈরি।
৩. এনালগ শব্দটির অর্থ কি
* সাদৃশ্য
৪. প্রথম ডিজিটাল বা ইলেকট্রনিক
কম্পিউটারের নাম কি?
* Mark-1
৫. হাইব্রিড কম্পিউটার কি?
*ডিজিটাল এবং এনালগ কম্পিউটারের সংমিশ্রণে যে কম্পিউটার তৈরি করা হয়। তাকে হাইব্রিড কম্পিউটার বলে।
৬. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
* ইউনিভ্যাক-১
৭. প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
* ENIAC-1
৮. আকার আকৃতি স্মৃতি ইত্যাদি বিবেচনায় কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়?
* চারভাগে। সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটার।
৯. 'পরম' নামে সুপার কম্পিউটার তৈরি করে কোন্ দেশ?
* ভারত
১০. প্রথম কম্পিউটারের নাম কি?
* পিডিপি-১

তারিখঃ১/৮/২২

১. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি
* ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ করা।
২. কম্পিউটার জগতে নামকরা প্রতিষ্ঠানের নাম কি?
* Microsoft
৩. কম্পিউটার ভাইরাস কি?
* এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারের ক্ষতি সাধন করে।
৪. কম্পিউটারের কোনটি নেই?
* বুদ্ধি বিবেচনা
৫. কম্পিউটার টু কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কী বলা হয়?
* ইন্টারনেট
৬. পৃথিবীতে প্রথম কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি চালু করে?
* ১৯৮১ সনে, এপসন কোম্পানি।
৭. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
* ক্লিপবোর্ডে
৮. মডেমের মধ্যে কি থাকে?
* একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
৯. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
* সিলিকন দিয়ে
১০. একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা কি?
* অর্থ, স্থান ও সময়ের সাশ্রয় হয়।

তারিখঃ১৫/৭/২০২২

১. কোনটি একই সাথে আউটপুট এবং ইনপুট হিসেবে কাজ করে থাকে?
* টাচস্ক্রিন
২. কোনটিতে যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
* bluetooth এ
৩. কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
* ওরাকল
৪. কম্পিউটার কখনোই বোট করতে পারবে না যদি না থাকে--
* অপারেটিং সিস্টেম
৫. কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যাল কে এনালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহার করা হয়?
* মডেমকে (modem)
৬. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
* URL
৭. কোনটি আউটপুট ডিভাইস নয়?
* মাইক্রোফোন। এটি ইনপুট ডিভাইস।
৮. বারকোড সাধারণত কোথায় ব্যবহার করা হয়?
* দোকানে।
৯. বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য?
* ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য
১০. গুগলের অপ্রতিষ্ঠানিক মূল মন্ত্র কি
* Don't be evil.

তারিখঃ১/৭/২২

১. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
* অপটিক্যাল ফাইবার।
২. ইমেইল গ্রহণ করার সময় কোন প্রটোকল বেশি ব্যবহৃত হয়?
* POP3
৩. টিসিপি দিয়ে কি বোঝানো হয়?
* একটি প্রোটোকল বোঝানো হয়।
৪. ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
* ১৯৯৪সালে
৫. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
* ৬৫৫৩৬টি
৬. ক্লাউড সার্ভার কোনটিতে সবচেয়ে বেশি ভালো প্রকাশ করা যায়?
* ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা প্রদান করা যায়।
৭. অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সঠিক কোনটি?
* এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি।
৮. কোন চিহ্নটি ইমেইল এড্রেসে অবশ্যই থাকবে?
* @ চিহ্নটি
৯. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
* Firmware
১০. ব্লুটুথ কিসের উদাহরণ?
* Personal area network এর উদাহরণ।

তারিখঃ ১৫/৬/২০২২

১. চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
*Intel 4004
২. চ্যাট অর্থ কি?
*খোশগল্প করা।
৩. কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
* চার প্রকার।
৪.কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে বেশি না কম?
* কম।
৫. বাংলা লেখার সফটওয়্যার কোনটি?
* বিজয়।
৬. তথ্যপ্রযুক্তির শাখা নয় কোনটি?
* ডাক বিভাগ
৭. অপারেটিং সিস্টেম কি?
* মানুষের মস্তিষ্কের বুদ্ধি।
বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন: বিল মোগরিজ
৮. সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটারের নাম কি?
* Mark – 1
৯.রিসাইকেলবিন কি?
* রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।
১০. বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা কে করেন?
* বিল মোগরিজ।।

তারিখঃ ১/০৬/২০২২

১. মোবাইল ফোনের জনক কে?
* মার্টিন কুপার।
২. কোন মোবাইল ফোন কোম্পানি বাংলাদেশে প্রথম আসে?
* সিটিসেল
৩. বাংলাদেশের 3জি কোন সালে চালু হয়?
* ১৪ই অক্টোবর, ২০০২ সালে।
৪. কোন কোম্পানির মাধ্যমে স্মার্টফোন প্রথম চালু হয়?
* আই বি এম
৫. প্রথম স্মার্টফোনের নাম কি?
* সাইমন
৬. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহৃত হয়?
* দুই বা ততোধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ক সংযুক্তির জন্য গেটওয়ে ব্যবহার করা হয়।
৭. ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর নির্ভর করে কাজ করে?
* IEEE 802.11 এর উপর ভিত্তি করে কাজ করে।
৮. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট?
* ওয়াই ম্যাক্স
৯. অপটিক্যাল ফাইবার কি?
* খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোক নল।
১০. বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে?
* কক্সবাজার।

তারিখঃ ১/০৫/২০২২

# Twitter -এ সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা প্রcা যায়।
# ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের নেটিজেন বলা হয়।
# বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা নাম bdnews24. com
# COD এর পূর্ণরূপ হলোঔ Cash on Delivery
# ইন্টারনেটের জনক বলা হয় VintonGray Cert কে।
# Defragmentation হলো একটি ইউটিলিটি প্রোগ্রাম যা একটি ডিস্কের গতি বৃদ্ধি করে।
# বর্তমানে ইন্টারনেট ব্যবহারে চীন শীর্ষে
আছে। # প্রতি সেকেন্ডে যে বিট ট্রান্সমিটার করা হয় তাকে বলে Bandwith
# কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে Leap Frog এর মাধ্যমে অন্য দেশের সমান হতে পারে।
# কম্পিউটার নেটওয়ার্ক ৫ প্রকারের।

তারিখঃ ১৫/০৪/২০২২

# GPS এর পূর্ণরুপ
– Global Positioning System
# GSM
- Global System for Mobile Communication.
# http
- hyper text transfer protocol.
# HTML আবিষ্কার করেন
- টিম বার্নার লী
# টুইটারের জনক
- জ্যাক ডরসি
# তথ্যের ক্ষুদ্রতম একক
– ডেটা
# Bluetooth এর রেঞ্জ
- 10 -100 Meter
# IC আবিষ্কৃত হয়
- ১৯৫৮ সালে
# Unauthentic এবং Unwanted মেইল জমা হয়
-Spam এ
# প্রশ্ন: BTRC- এর ইংরেজি পূর্ণরূপ
-Bangladesh Telecommunication Regulatory Commission.

তারিখঃ ০১/০৪/২০২২

# ফরমেট কাকে বলে?
- ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।
# 'হার্ডডিস্ক’ মাপার একক কি?
- গিগাবাইট।
# কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে কি বলে?
- হার্ডওয়্যার।
# স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় কত সালে?
- ১৯৭৪ সালে।
# ভাইরাস নামকরণ করেন কে?
- গবেষক ফ্রেডরিক কোহেন।
# অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন কোনটি?
- HTC Dream, যা T- mobile G1 নামে পরিচিত।
# Robot শব্দটির উৎপত্তি কোন দেশী শব্দ থেকে?
- চেক
# প্রথম ল্যাপটপের নকশা করেন কে?
- বিল মোগরিজ।
# মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিতে?
- অ্যাপকে কে।
# IBM প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ১৯১১ সালে

তারিখঃ ১৫/০৩/২০২২

# কোনটি সবচেয়ে দ্রুততম, বৃহত্তম এবং ব্যয়বহুল কম্পিউটার ?
– Super Computer.
# বাংলাদেশের সুপার কম্পিউটার কোনটি ?
– IBM RS/ 6000 SP.
# বাংলাদেশে ই-মেইল চালু হয় কবে ?
– ১৯৯৪ সালে।
# সাবমেরিন কেবল নেটওয়ার্কের সাথে বাংলাদেশ যুক্ত হয় কত সালে ?
– ২০০৪ সালে।
# বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত ?
– কক্সবাজার।
# ফরমেট কাকে বলে?
- ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।
# 'হার্ডডিস্ক’ মাপার একক কি?
- গিগাবাইট।
# কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে কি বলে?
- হার্ডওয়্যার।
# স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় কত সালে?
- ১৯৭৪ সালে।
# ভাইরাস নামকরণ করেন কে?
- গবেষক ফ্রেডরিক কোহেন।
# অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন কোনটি?
- HTC Dream, যা T- mobile G1 নামে পরিচিত।
# Robot শব্দটির উৎপত্তি কোন দেশী শব্দ থেকে?
- চেক
# প্রথম ল্যাপটপের নকশা করেন কে?
- বিল মোগরিজ।
# মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিতে?
- অ্যাপকে কে।
# IBM প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ১৯১১ সালে

আপনি এখানে বিসিএস সংক্রান্ত প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর পাবেন । প্রতি ১৫ দিন পর পর এখানে ডাটা আপলোড করা হয়। ধন্যবাদ ।

মতামত চাকুরি বিজ্ঞপ্তি শর্তাবলি যোগাযোগ

সহায়তায়,