এই বিভাগে শিক্ষা, ধর্ম, ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি, ভ্রমণ-কাহিনী, বিখ্যাত বইয়ের অনুবাদ, নারী বিষয়ক, বিজ্ঞান ও প্রযুক্তির দুর্লভ ও বহুমুখী বইয়ের সমাহার রয়েছে। শিশু বিভাগে রয়েছে বিভিন্ন মজার মজার গল্প ও ছবির বই। শিক্ষামূলক ও জীবন গঠনের আদর্শ বিষয়ক বই ছাড়াও ছোটদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বই থাকবে এ বিভাগে। অচিরেই ছোট শিশুদের খেলনাসহ অত্যাধুনিক শিশু কর্ণার স্থাপন করে ছোটবেলা থেকে খেলতে খেলতে বই পড়ার অভ্যাস গঠনের আনন্দঘন কর্মসূচি গ্রহণ করা হবে। শিশুর মায়েদের জন্য থাকবে শিশুদের সঙ্গ দেবার উপযুক্ত পরিবেশ।
ই-বুক এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইলেকট্রনিক বই। ডিজিটাল বই হিসেবেও এর নামকরণ করা যেতে পারে। ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ই-বুক পড়া যায়। ই-বুক হলো বইয়ের ইলেকট্রনিক সংস্করণ। ইন্টারনেট সংযোগ দিয়ে কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অতি সহজে, কম সময়ে ও যেকোনো স্থানে বসেই ই-বুক পড়া যায়। চিত্র, পরিসংখ্যানের মাধ্যমে তথ্যাদি উপস্থাপন কিংবা রংয়ের ব্যবহার করা হয়েছে- এমন চিত্রিত বই ই-বুকে রূপান্তরিত করা হলে তা পাঠকের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে এবং বই পড়ায় নতুনত্ব আনে। ফলে ই-বুক পাঠককে জ্ঞান লাভে বেশি আগ্রহী করে তোলে। তাই একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ডিজিটাল লাইব্রেরির কোনো বিকল্প নেই। ডিজিটাল লাইব্রেরি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আধুনিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। সুস্থ বিনোদনের জন্যও ডিজিটাল লাইব্রেরির প্রয়োজনীয়তা অপরিসীম।
ই-ম্যাগাজিন বা ইলেকট্রনিক ম্যাগাজিন হল ম্যাগাজিনের ডিজিটাল সংস্করণ। অনলাইনে পড়া যায় বলে একে অনলাইন ম্যাগাজিনও বলা হয়। আমির আলী খান স্মৃতি পাবলিক লাইব্রেরির সদস্যদের জন্য তাদের পছন্দের ও আকর্ষণীয় বিষয়ের ই-ম্যাগাজিন পড়ার ব্যবস্থা আছে।
অডিও বলতে শব্দের রেকর্ড করা সংস্করণকেই বোঝায়। এই সাইটের সমস্ত অডিওগুলোই অডিওবুক ফরম্যাটে থাকবে। একটি অডিওবুক হল একটি বইয়ের শব্দ রেকর্ডিং। স্পষ্টতই, পাঠকরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে এই সুবিধাটি ব্যবহার করতে পারে। এই প্রক্রিয়ায় পাঠকরা শ্রোতা হয়ে উঠবে। এটি শুধুমাত্র একটি বই মূল থেকে বোঝার ব্যাপারেই নয় বরং শেখার প্রক্রিয়াকেও ছোট করতেও ভূমিকা পালন করবে। ফলে পাঠের সময়ো কমে আসবে। তদুপরি, শ্রোতারা নিজেদের উৎসাহে, স্বাচ্ছন্দ্য ও আনন্দ নিয়ে জ্ঞান লাভ করতে সক্ষম হবে।
ভিডিও হল চলমান ভিজ্যুয়াল ইমেজের রেকর্ডিং বা সম্প্রচার। এই সাইটে যে ভিডিওগুলি আপলোড করা হয়েছে বা আপলোড করা হবে তার প্রধান উদ্দেশ্য হল দর্শকদের আলোকিত করা, তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি। আশা করা যায়, এর মাধ্যমে তারা যে জিনিসগুলি শিখেছে তা আরও ভালভাবে বুঝে উঠতে পারবে। নিঃসন্দেহে, এটি জ্ঞান সংগ্রহের এবং এই বিশ্বকে সহজ এবং কার্যকর উপায়ে বোঝার একটি দুর্দান্ত উৎস।
আমির আলী খান স্মৃতি পাবলিক লাইব্রেরির প্রত্যেক সদস্যসহ এর সকল
সম্মানিত পাঠক ও স্টেকহোল্ডারদের লাইব্রেরির সকল সেবা উপভোগ করার
পরিবেশ নিশ্চিত করাই প্রশিক্ষণের মূল লক্ষ্য। শিক্ষা, শিল্প-সংস্কৃতি,
জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় অগ্রসরমান বরিশাল বিভাগে এটিই প্রথম
ডিজিটাল লাইব্রেরি। সুতরাং, লাইব্রেরি কমিটির সদস্যসহ এর সাথে সম্পৃক্ত
ব্যক্তিবর্গের প্রশিক্ষণ প্রদান অপরিহার্য। প্রশিক্ষণের মাধ্যমে
পাঠকদের মানসম্মত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে সম্পৃক্ত সকলের জন্য
নিম্নলিখিত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা রহণ করা হয়েছে:
১. ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থাপনা;
২. মৌলিক কম্পিউটার জ্ঞান;
৩. যোগাযোগ ও (Communication Skills) প্রচার দক্ষতা;
৪. লাইব্রেরির সকল সেবা হালনাগাদসহ এর মেইনটেনেন্স, নিরাপত্তা ও
পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণ;