প্রথমবারের মতো আপনাদের হাতে দিতে যাচ্ছি------
একটা মহামূল্যবান..........?
প্রশ্ন: কি কি কি? কি সে মহামূল্যবান জিনিস?
আমীর আলী খান স্মৃতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে!!!
'প্রথম প্রকাশনা'
জী, পাঠকবৃন্দ, ফলোয়ার এবং সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষী।
আমীর আলী খান স্মৃতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে আমরা প্রথমবারের মতো প্রকাশ করতে যাচ্ছি একটি ছোট পাঁচমেশালি পত্রিকা। এ পত্রিকায় গল্প, কবিতা, ছড়া, কৌতুক, ভ্রমণকাহিনি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আকর্ষণীয় ছোট ছোট লেখা প্রকাশিত হবে।
আমাদের এ পাঁচমেশালি পত্রিকার খোরাক হিসেবে যেকোন বিষয়ে আপনার লেখা একান্ত প্রয়োজন। তো বসে থাকার সময় নেই কিন্তু! লেখা শুরু করুন! ফেব্রুয়ারি মাস আসছে! ভাষার মাস! এ মাসেই আমরা প্রকাশ করব পাঁচমিশালী পত্রিকা, আমীর আলী খান স্মৃতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে।
আগামী ৩/১/২০২৪ তারিখের মধ্যে পৌঁছে দিন আপনার বুদ্ধিদীপ্ত, চৌকস এবং সাহিত্যময় কবিতা, ছড়া, গল্প আরো কত কি!
পাঠিয়ে দিন নিচের ঠিকানায়:
সুপ্ত লেখক কর্নার
আমীর আলী খান স্মৃতি পাবলিক ডিজিটাল লাইব্রেরির সুপ্ত লেখক কর্নারের জন্য লেখা আহ্বান।
ছড়া, কবিতা, কৌতুক, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, আইসিটি এবং বিবিধ বিষয়ে লাইব্রেরীর ওয়েবসাইটের সুপ্ত লেখক কর্নারে প্রকাশের জন্য লেখা আহবান করা হচ্ছে।
লেখাগুলি নির্ধারিত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে আমীর আলী খান স্মৃতি পাবলিক ডিজিটাল লাইব্রেরির সুপ্ত লেখক কর্ণারে আপলোড করা হবে। উল্লেখ্য, ভালো লেখার জন্য মূল্যবান ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল,২০২২ পর্যন্ত rinaparveen@gmail.com ই মেইল এড্রেসে লেখা জমা দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হলো।। প্রতি তিন মাস অন্তর সুপ্ত লেখকদের পুরস্কার প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
লেখকদের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং মোবাইল নম্বর দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।